বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম
বিসিবি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবুসহ বিএনপিপন্থী প্যানেলের ১৬ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তার আগে বুধবার , ১ অক্টোবর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসা ১৫টি ক্লাব বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবে না বলে হাইকোর্ট নির্দেশনা দিলে প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাতের মধ্যে সমঝোতার চেষ্টাও হয়।
এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘এটা আসলে ইলেকশন না, ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আপনারা আনসিওর যখন ইসি তালিকা দিবেন যে আজকে কারা কারা উইথড্র করেছে, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভি ওয়েট। তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং (খুব শক্তিশালী)।’
তামিম আরও বলেন, ‘এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখানে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে বিভিন্ন সময়ে অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে (দিন শেষে) আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবেই পাঠ রাখতে পারবো না। আর সেকেন্ডলি আমি একটা জিনিস আমি সবসময় বলছি, ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটাররা এটা ডিজার্ভ করে না, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও এটা ডিজার্ভ করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না। বাট এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে।’
বাংলাদেশের ক্রিকেটে অনেক সময় ফিক্সিং নিয়েও কথা ওঠে। তবে তামিম মনে করেন, দেশের ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করা উচিত। ‘আমি একটা জিনিসই বলবো যে, যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন। বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পারসেন্ট হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। সো আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
তামিম আরো বলেন, ‘এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেলো, আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে আমি সিওর এটা তারা বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিলো না।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন