Advertise top
খেলা

মুস্তাফিজকে ছেড়ে দিল ক্যাপিটালস

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম    

মুস্তাফিজকে ছেড়ে দিল ক্যাপিটালস
বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান

আইএলটি টি- টোয়েন্টি টুর্নামেন্ট থেকে দুবাই ক্যাপিটালস বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। নিলামের আগে দলটি মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল। লুক উডের বদলি হিসেবে এই দল পেয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু আসর শুরু হওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হলো।

 

যুদিও মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই। তবে ঠিক কি কারণে মুস্তাফিজ খেলছেন না সেটা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না মুস্তাফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।

 

মুস্তাফিজ না থাকলেও বাংলাদেশের দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

 

নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন।

 

এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে নিয়েছে শারজাহ।

 

আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত হবে এই লিগ। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবিও। সেটি যদি হয়, তাহলে আমিরাতের লিগে শুরুর কিছু ম্যাচ ছাড়া খেলেত পারবেন না বাংলাদেশের দুই পেসার।

 

এমআই এমিরেটস:

নিলাম থেকে: মুহাম্মাদ রোহিদ, জর্ডান থমসন, নাভিন-উল-হাক, আন্দ্রে ফ্লেচার, নস্থাস কেনিগে, মোহামেদ শাফিক, জেইন উল আবিদিন, উসমান খান, আকিম ওগিস, আরাব গুল, তাজিন্দার ধিলন, জাহুর খান, সাকিব আল হাসান।

 

ধরে রাখা ও সরাসরি চুক্তি: ফাজালহাক ফারুকি, টম ব্যান্টন, রোমারিও শেফার্ড, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, এএম গাজানফার, মুহাম্মাদ ওয়াসিম, কামিন্দু মেন্ডিস।

 

দুবাই ক্যাপিটালস:

 

নিলাম থেকে: মুহাম্মাদ ফারুক, টাইমাল মিলস, স্কট কুরি, মোহাম্মাদ নাবি, ফারহান খান, আনুদিপ চেন্থামারা, উসমান নাজিব, রিতেশ মালিকারজুনা গ্রান্ধি, শায়ান জাহাঙ্গির, রুসিল উগারকার, নাভিন বিদেইসি, টবি অ্যালবার্ট, আকশায় ওয়াখারে।

 

ধরে রাখা ও সরাসরি চুক্তি: জর্ডান কক্স, রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ আটাল, ওয়াকার সালামখেইল, হায়দার আলি, মুহাম্মাদ জাওয়াদউল্লাহ, জিমি নিশাম।

 

শারজাহ ওয়ারিয়র্জ:

নিলাম থেকে: জুনাইদ সিদ্দিক, জেমস রু, ন্যাথান সাউটার, ডোয়াইন প্রিটোরিয়াস, জেডেন সিলস, হার্মিত সিং, ওয়াসিম আকরাম, মোহামেদ নাওফের মোহামেদ আসলাম, রাইস আহমাদ, রিচার্ড এনগারাভা, শুভাম রাঞ্জানে, ইথান ডি’সুজা, তাসকিন আহমেদ, আব্দুল সালমান খান।

 

ধরে রাখা ও সরাসরি চুক্তি: দিনেশ কার্তিক, সিকান্দার রাজা, টম কোহলার-ক্যাডমোর, টিম ডেভিড, জনসন চার্লস, টিম সাউদি, সৌরাভ নেত্রাভাল্কার।

সূত্র: অনলাইন


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal