Advertise top
ক্রিকেট

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

​​​​​​​স্পোর্টস ডেস্ক, বরিশাল নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম       

শ্বাসরুদ্ধকর এক লড়াই, শেষ মুহূর্তের চরম নাটকীয়তা এবং সুপার ওভারের রোমাঞ্চ—সব মিলিয়ে এক অবিশ্বাস্য জয়ের গল্প লিখল বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে পেসার রিপন মন্ডলের জাদুকরী বোলিংয়ে কপাল পুড়ে ভারতের।

রিপনের জাদুকরী সুপার ওভার 

মূল ম্যাচের নির্ধারিত ২০ ওভারে দুই দলই থামে সমান ১৯৪ রানে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে বল হাতে একাই নায়ক বনে যান রিপন মন্ডল। সুপার ওভারে ভারতের লক্ষ্য ছিল বড় রান তোলা, কিন্তু রিপনের তোপে তারা খাতা খোলার সুযোগই পায়নি! রিপনের করা প্রথম বলেই বোল্ড হন ভারত অধিনায়ক জিতেশ শর্মা। ঠিক পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ তুলে বিদায় নেন। মাত্র ২ বলেই ভারতের ইনিংস শেষ হয় ০ রানে। জবাবে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ রান। শুরুতে ইয়াসির আলী আউট হলেও, পরের বলে ভারতীয় বোলার সুয়াশ শর্মা ওয়াইড দিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

শেষ ওভারের স্নায়ুচাপ ও নাটক 

সুপার ওভারের আগে মূল ম্যাচের শেষাংশ ছিল উত্তেজনায় ঠাসা। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা ভারতের শেষ ২ ওভারে দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে বল করতে এসে রিপন মন্ডল মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়ে ম্যাচ বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। রাকিবুল হাসানের করা সেই ওভারের শেষ বলে দরকার পড়ে ৪ রান। ব্যাটসম্যান হার্শ দুবে বল লং অনে পাঠালে ফিল্ডারের থ্রো থেকে উইকেটকিপার আকবর আলী সহজ রানআউটের সুযোগ মিস করেন। এই ফাঁকে ভারত ৩ রান নিয়ে নিলে ম্যাচটি টাই হয়। এর আগে আকবর ও জিশান আলমের হাত থেকে ফসকেছিল দুটি গুরুত্বপূর্ণ ক্যাচও। তবে সব ভুল ধুয়ে মুছে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

হাবিবুর ও মেহরবের ঝড়ো ব্যাটিং 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন ওপেনার হাবিবুর রহমান। তিনি ৪৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে ইনিংসের শেষদিকে সত্যিকারের ঝড় তোলেন এস এম মেহরব। মাত্র ১৮ বলে ৬টি ছক্কা ও ১ চারে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে ১৯৪ রানের বড় পুঁজি এনে দেন তিনি।

সামনে ফাইনাল 

এই জয়ের ফলে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠল বাংলাদেশ ‘এ’ দল। আগামী রোববার শিরোপার লড়াইয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

  • বাংলাদেশ ‘এ’ দল: ২০ ওভারে ১৯৪/৬ (হাবিবুর ৬৫, মেহরব ৪৮*, জিশান ২৬)।
  • ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৯৪/৬ (প্রিয়াংশ ৪৪, সূর্যবংশী ৩৮; রাকিবুল ২/৩৯, রিপন ১/২৬)।
  • ফল: সুপার ওভারে জয়ী বাংলাদেশ।
  • ম্যাচসেরা: রিপন মন্ডল।

মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal