বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের একদিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা নির্বাচনের পুনঃতফসিলের (রি-শিডিউল) প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ার অস্বচ্ছতার বিরুদ্ধে বর্জন ছিল একটি ‘প্রতিবাদ’।
দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে একটি গ্রহণযোগ্য ও সুন্দর বোর্ড গঠনের জন্য তারা ক্রীড়া উপদেষ্টাকে অভিভাবক হিসেবে হস্তক্ষেপ করে সৃষ্ট জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা তুলে ধরেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠক রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাসসহ অন্যরা।
মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তটি ভুল ছিল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘না, আমি এটা বলছি না। আমি বলছি যে এটা একটা প্রতিবাদের, প্রতিবাদ স্বরূপ আমরা এটা করেছি।’ তিনি জানান, এই প্রতিবাদ থেকে উত্তরণের পথও রয়েছে এবং তারা চান পুরো নির্বাচন প্রক্রিয়া নতুন করে সাজানো হোক। বাবুর মতে, যেহেতু নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সবার কাছে গ্রহণযোগ্য থাকে, দেশে-বিদেশে সবাই তাকিয়ে আছে নির্বাচনের দিকে, তাই টাইম বৃদ্ধি করে রি-শিডিউল করা হোক।
এর আগে বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী ১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল। সকালেই বিসিবিতে হাজির হয়ে তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এরপর একে একে আরও ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।
নির্বাচন থেকে যারা সরে দাঁড়ালেন
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র), মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), মির হেলাল (চট্টগাম জেলা), সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ), তৌহিদ তারেক (পাবনা), অসিফ রাব্বানী (শাইনপুকুর), সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩), ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ফাহিম সিনহা (সূর্যতরুণ), সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস), ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।
সূত্র: অনলাইন
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন