Advertise top
বরিশাল

ভারতীয় নাগরিক সন্দেহে বরিশালে ১ নারী গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম    

ভারতীয় নাগরিক সন্দেহে বরিশালে ১ নারী গ্রেপ্তার
বরিশালে ভারতীয় নাগরিক সন্দেহে রীতা বালা গ্রেপ্তার।

বরিশাল কোতয়ালি পুলিশ নগরীর ২১ নম্বর ওয়ার্ডের মানু মিয়ার লেন থেকে ভারতীয় নাগরিক সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে।

 

পুলিশ জানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা – এনএসআই এর বরিাল অফিসের তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ওই অভিযান চালায়।

 

এনএসআই বরিশাল অফিস সূত্র জানা গেছে, ওই এলাকার জনৈক কুদ্দুসের ভাড়া বাসায় কয়েকজন ভারতীয় নারী অবস্থান করছেন। তারা সব সময় ঘরের দরজা বন্ধ রাখেন এবং বোরখা পড়ে বাইরে চলাফেরা করেন। পরে এনএসআই ও কোতয়ালি মডেল থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে কুদ্দুসের ভাড়া বাসা থেকে এক নারীকে আটক করে।

 

আটক নারী নিজেকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে পরিচয় দেন এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখান। তবে এনএসআই বরিশাল অফিস বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যোগাযোগ করে কার্ডের সকল তথ্য সঠিক পেলেও  ছবির ভিন্নতা রয়েছে বলে জানান। এছাড়া মাদারীপুরের উল্লিখিত ঠিকানায় স্থানীয়ভাবে খোঁজ নিয়ে রীতা বালা নামের কোনো ব্যক্তি বসবাস করেন না বলে জানায় তারা।

এছাড়া বরিশালে তার অবস্থান বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি প্রতিবার ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেন, যা সন্দেহের জন্ম দেয় বলে অভিযোগ তাদের।

 

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার জাতীয় পরিচয়পত্রে ছবির অমিলসহ কিছু গড়মিল পাওয়া গেছে। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব। প্রাথমিকভাবে তার অবস্থান সন্দেহজনক হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal