Advertise top
বরিশাল

‘সাংবাদিকদের কলম হবে মুক্ত’: বরিশালে মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিশ্রুতি

নগর প্রতিনিধি, বরিশাল নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম    

সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও রাজনীতিকদের সভা

বরিশাল নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে শনিবার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বরিশাল সাংবাদিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই সভায় জেলার ৩৫টি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য সমমনা দলের স্থানীয় শীর্ষ নেতারা। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের নিরাপত্তা।

বক্তারা বলেন, “বিগত সময়ে সাংবাদিকদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। বরিশালে সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।” তবে তারা হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। সাংবাদিক নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের আদলে কোনো কালো আইন যেন প্রয়োগ না হয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal