বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম
বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছেন জেলেরা। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ কোষ্ট গার্ডের চার সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার, ৭ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে হামলার ঘটনাটি ঘটে। হামলার সাথে জড়িত অভিযোগে সাত জেলেকে আটক করা হয়েছে। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-আটককৃত জেলেরা হচ্ছে জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন।
তারা সবাই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা। সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পীড বোর্ড ক্ষতিগ্রস্থসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোষ্টগার্ডের চার সদস্য আহত হয়।
পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন