Advertise top
বরিশাল

লিটু সিকদার খুন: বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম    

লিটু সিকদার খুন: বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
বরিশাল প্রেসক্লাবে বাদীর সংবাদ সম্মেলন। ছবি: বরিশাল নিউজ

পারিবারিক বিরোধের জেরে গত ৩১ জুলাই বরিশাল নগরীর কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় খুন হন লিটু সিকদার। এই ঘটনায় লিটুর বোন মুন্নি আক্তার ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

 

মামলা করে বিপদে আছেন মুন্নী আক্তার। তার অভিযোগ, মামলার তদন্তে থানা পুলিশের কার্যকর ভূমিকা  নিচ্ছেন  না।

 

বরিশাল প্রেসক্লাবে মঙ্গলবার, ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে মুন্নি আক্তার অভিযোগ করেন, মামলার আসামিরা বর্তমানে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভাই সুমন সিকদার।

সেখানে আরও অভিযোগ করা হয়, লিটুকে প্রকাশ্যে হত্যার পাশাপাশি অভিযুক্তরা তাদের বসতঘর ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। লিটুকে বাঁচাতে গিয়ে তার ভাই-বোন ও মা গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন। এখন জামিনে থাকা কিছু আসামি বাদীসহ নিহত লিটুর পরিবারকে খুন ও গুমের হুমকি দিচ্ছে, যার কারণে তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এই মামলার তদন্ত সিআইডির মাধ্যমে করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কারণ, থানা পুলিশের কার্যক্রম প্রশ্নবিদ্ধ এবং তারা শুরু থেকেই আসামিদের পক্ষ নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তারা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন, বিমানবন্দর থানা পুলিশের কোনো দৃশ্যমান ভূমিকা নেই।

 

উল্লেখ্য, বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ তদন্তের কথা বলে ডেকে নিয়েছিল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার ওরফে লিটুকে (৩২)। অভিযোগ উঠেছে, তখন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর নিহত লিটুর বোন মুন্নি আক্তার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার তদন্তে থানা পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

থানা পুলিশের বর্তমান ওসি আল মামুন উল ইসলাম মিডিয়াকে বলেন, এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রায় ৫০ জন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। হুমকির বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal