Advertise top
অর্থনীতি

বরিশাল বিভাগের নদীর ৪৩২ কি.মিতে নিষেধাঙ্গা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম    

বরিশাল বিভাগের নদীর ৪৩২ কি.মিতে নিষেধাঙ্গা

ইলিশের অভয়াশ্রমে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এর আওতায় বরিশাল বিভাগের তিন জেলাসহ মোট ছয় জেলার ৪৩২ কিলোমিটার এলাকাজুড়ে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

 

বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুল হাসান জানান, মা ইলিশের নিরাপদ বিচরণ ও অভিপ্রায়ের মাধ্যমে প্রজননের সুযোগ সৃষ্টির জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সকল প্রজাতির মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

 

বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরিশাল এবং বরগুনা জেলার চারটি অভয়াশ্রমসহ ৬ জেলার সকল নদ-নদীতে মৎস্য আহরণের ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা শনিবার প্রথম প্রহর থেকে শুরু হবে।

 

কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা মাইকে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতিও নেওয়া হয়েছে। ইতোমধ্যে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচার, প্রচারণার কার্যক্রম চলছে। রাত ১২টার থেকে অভিযান পরিচালনা হবে।

 

তিনি বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ নদীতে মাছ শিকারের নামলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal