Advertise top
অর্থনীতি

ইলিশ রক্ষায় নদী-সাগরে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম    

ইলিশ রক্ষায় নদী-সাগরে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ, হতাশা জেলেদের
্দীিইলশ সংরক্ষণ- - সাগরে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় ২২ দিন সাগর-নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শুক্রবার মধ্যরাত অর্থাৎ ৪ অক্টোবর প্রথম থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

 

তবে সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে এর মধ্যেই মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনামূলক প্রচারণা।

 

আইন অনুযায়ী, মা ইলিশ ও এর প্রজনন রক্ষার ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার মেঘনা নদীর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার।

 

এদিকে মৎসজীবীরা বলছেন, মৌসুমের শেষ ভাগে যখন নদীতে ইলিশের মুখ দেখা শুরু করেছেন, তখনই নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়বেন।

 

জেলেদের দাবি, সরকার আগামী ১২ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা দিলে ভালো হতো।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal