Advertise top
বরিশাল

আ’লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্ভাবনা নেই: বরিশালে আসিফ নজরুল

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম    

আ’লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্ভাবনা নেই: বরিশালে আসিফ নজরুল
বরিশাল নগরীর নতুন বাজারসংলগ্ন শংকরমঠ পরিদর্শন করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্ভবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বরিশালে বুধবার পূজামণ্ডপ পরিদর্শন করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কী, অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

 

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

তবে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আইন উপদেষ্টা বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজারসংলগ্ন শংকরমঠ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal