বরিশাল নিউজ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে লিটন সিকদার ওরফে লিটু নামে এক যুবক খুন হয়েছেন। এছাড়া তার বোন মুন্নী আক্তারসহ দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিপুর ইউনিয়ন মুখার্জি বাড়ী এলাকায় আজ বৃহস্পতিবার বিকালে এই খুনের ঘটনা ঘটে।
বরিশাল মহানগর এয়ারপোর্ট থানার পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানিয়েছে, কয়েকদিন আগে লিটন সিকদার ওরফে লিটু তার ভগ্নিপতিকে মারধর ও তার বাড়ীতে হামলা- ভাঙচুর করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। আজ বিকালে তারা লিটু সিকদারকে পিটিয়ে মেরে ফেলেন।
লিটন সিকদার বিএনপির সহযোগী সংগঠনের কর্মী বলে এলাকাবাসী জানায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন