বরিশাল নিউজ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৪২ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় আব্দুর রহিম নামে একব্যক্তি নিহত হয়েছেন। তিনি বেদে সম্প্রদায়ের লোক। এসময় বাসের পাঁচ যাত্রী আহত হন।
উপজেলার রামপট্টি এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই বাসুদেব জানান, নিহত আবদুর রহিম লৌহজং উপজেলার খৈরা গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
তিনি পরিবার নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে থাকেতেন।
এসআই বাসুদেব আরো বলেন, “বাজার করার জন্য বরিশাল ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন বেদে আব্দুর রাহিম। পথে বরিশাল থেকে উজিরপুর উপজেলার ধামুরাগামী ঝিনুক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়েন।
“গুরুতর আহত অবস্থায় আব্দুর রাহিমকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাসের আহত পাঁচ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে জানায় পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন