Advertise top
বরিশাল

জমির ভুয়া পর্চা তৈরী করায় ২ দলিল লেখকের দণ্ড

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম    

জমির ভুয়া পর্চা তৈরী করায় ২ দলিল লেখকের দণ্ড
দুই দলিল লেখককে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদী উপজেলায় ভুয়া জমির পর্চা তৈরি করে দলিল করার অভিযোগে দুই দলিল লেখককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার, ১৭ জুলাই এ রায় দেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন গৌরনদীর দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের মো. মাহমুদ হাসান সজল (৩৮) এবং, একই উপজেলার হোসনাবাদ গ্রামের মো. ইমন (৪০)।

 

এ বিষয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন, গৌরনদী উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal