বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
বরিশালের গৌরনদী উপজেলায় ভুয়া জমির পর্চা তৈরি করে দলিল করার অভিযোগে দুই দলিল লেখককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার, ১৭ জুলাই এ রায় দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন গৌরনদীর দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের মো. মাহমুদ হাসান সজল (৩৮) এবং, একই উপজেলার হোসনাবাদ গ্রামের মো. ইমন (৪০)।
এ বিষয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন, গৌরনদী উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন