Advertise top
রাজনীতি

৪ অক্টোবরের সংবর্ধনায় সম্মতি দেননি প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম    

৪ অক্টোবরের সংবর্ধনায় সম্মতি দেননি প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর দেশে ফিরবেন। সেদিন তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। তবে প্রধানমন্ত্রী তাতে তাতে সম্মতি দেননি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

ওবায়দুল কাদের রবিবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়েছেন।

 

ওবায়দুল কাদের বলেছেন, নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনদুর্ভোগের কথা চিন্তা করে তাতে রাজি হননি।

 

জাতিসংঘের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। শনিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। ৪ অক্টোবর দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal