Advertise top
মুক্তিযুদ্ধ

‘রাজাকার’ বলায়

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম    

‘রাজাকার’ বলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ
সংঘর্ষে আহত দু’জন

ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জামায়াতের নেতাকর্মীদের ‘রাজাকার’ সম্বোধন করে গালি দেওয়ায় ঘটনার সূত্রপাত বলে দাবি করছেন দলটির নেতারা। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ ‘সত্য নয়’ বলে দাবি করা হয়েছে।

 

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সকালে উপজেলার আমির জাং গজনবী স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতখান উপজেলার আমির জাং গজনবী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সকাল ৯টার দিকে অনুষ্ঠানে চেয়ার না পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের নেতাকর্মীরা। একপর্যায়ে বিএনপির সঙ্গে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়।

দৌলতখান থানার ওসি সাইফুল ইসলাম সিকদার জানান, স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal