Advertise top
মুক্তিযুদ্ধ

’রাজাকারের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম    

 ’রাজাকারের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে জামায়াত-শিবিরপন্থিদের নিয়ে বিজয় দিবস উদযাপনের অভিযোগ উঠেছে। এই অভিযোগে অনুষ্ঠান বয়কটসহ বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

পরবর্তীতে আলাদাভাবে তারা বিজয় দিবস উদযাপন করেন।

 

মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামাত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মিনারের উদ্দেশে রওনা দিলে ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাদের লক্ষ্য করে নানা স্লোগান দেন বিএনপি-ছাত্রদলপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

এ সময় উপচার্যসহ জামায়াত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপিপন্থিরা স্লোগানে স্লোগানে বলেন, ‘রাজাকারের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।’

 

পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের পবিপ্রবির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

 

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।

 

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal