Advertise top
রাজনীতি

মঞ্চ একাত্তর: হামলার শিকার মুক্তিযোদ্ধা-ঢাবি শিক্ষক- সাংবাদিক কারাগারে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৫, ১০:৩৭ পিএম       

মঞ্চ একাত্তর: হামলার শিকার মুক্তিযোদ্ধা-ঢাবি শিক্ষক- সাংবাদিক কারাগারে
লতিফ সিদ্দিকীকে ঘিরে রেখেছেন জুলাই যোদ্ধারা। ছবি: ভিডিও থেকে

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত মঞ্চ একাত্তরের সভায় হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল যুবক।

 

সেখানে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নতুন গঠিত সংগঠন মঞ্চ ৭১।

 

হামলাকারী যুবকরা আয়োজনকারীদের অকথ্য ভাষায় গালাগাল করে। এমকি সিনিয়র ব্যক্তির গায়ে হাত তুলতেও দেখা যায় ভিডিওতে।

সোস্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও দেখে মানুস বিক্ষুব্ধ হয়ে উঠেন।

 

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি ছিল অনুষ্ঠানটি। 

 

আলোচনায় প্রথম বক্তা হিসেবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশের সংবিধান ছুড়ে ফেলার পাঁয়তারা চলছে। এর পেছনে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন।’

 

তার বক্তব্য শেষ হওয়ার আগেই একদল যুবক স্লোগান দিতে দিতে মিলনায়তনে প্রবেশ করে। তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো’—এমন স্লোগান দিতে থাকে এবং গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। তারা লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে।

পরে বেলা ১২ টার দিকে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ কয়েক জনকে শাহবাগ থানায় নিয়ে যায়।  

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ডিআরইউ থেকে কয়েকজনকে শাহবাগ থানায় আনা হয়েছিল। পরে শাহবাগ থানার ওসি জানান, তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ডিবি নেবে।

সূত্র: অনলাইন 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal