Advertise top
প্রযুক্তি

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৫, ০৮:৪২ পিএম       

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে
‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় আলোচিত ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।

 

সোমবার, ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদনের তথ্য জানান। তিনি বলেন, তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

 

এদিকে এ মামলায় তৌহিদ আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।

 

মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় আসামির তালিকায় নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal