Advertise top
শিক্ষা

বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের পক্ষে ববি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৫, ১০:৫৯ পিএম    

বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের পক্ষে ববি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
বিশ্ববিদ্যালয় ফটকের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বরিশাল নিউজ

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

 

শনিবার, ২৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও সংবাদ সন্মেলনের মাধ্যমে স্বাস্থ্য খাত সংস্কারের পক্ষে অবস্থান জানিয়ে নিজেদেন বক্তব্য উপস্থাপন করেন।

 

এসময় বক্তব্য রাখেন- রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব, বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মেহেদী মিশাদ ও রাজু রহমান, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ।

 

বক্তারা বলেন, শেবাচিমসহ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলা, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।

 

স্বাস্থ্যখাতের অনিয়ম বন্ধে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান তারা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal