Advertise top
রাজনীতি

আন্দোলন বন্ধ না করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যের ডিজি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ আগষ্ট ২০২৫, ১০:০১ পিএম       

আন্দোলন বন্ধ না করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যের ডিজি
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যের ডিজি মতবিনিময় সভা। ছবি: বরিশাল নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো.আবু জাফর বলেছেন, স্বাস্থ্য সংস্কার সম্পর্কে আন্দোলনকারীরা যে তিন দফার দাবি তুলেছেন, তা যৌক্তিক হলেও বাস্তবায়নে সময় লাগবে। তাই আন্দোলন বন্ধ না করলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

 

তিনি আজ বুধবার, ১৩ আগস্ট দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিকসমূহ  ডা. আবু হোসেন  মো. মঈনুল আহসান,  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. শেখ ছায়েদুল হক, রাজনৈতিক দলের নেতা এবং চিকিৎসক সমাজের প্রতিনিধি।

 

ডা. আবু জাফর বলেন, ‘আমরা কি বিনা কারণে সরকারের সঙ্গে বিরোধ সৃষ্টি করতে চাই, নাকি বিশৃঙ্খলা করে তৃতীয়পক্ষের হাতে সুযোগ তুলে দিতে চাই এ বিষয়টি ভাবতে হবে। আন্দোলনকারীদের দাবিগুলো স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত রয়েছে, তাই কোনও বিরোধ থাকার কথা নয়। তবে যদি জনদুর্ভোগ তৈরি হয়, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

 

তিনি আরও জানান, হাসপাতাল সংস্কারে কিছু কাজ দ্রুত করা সম্ভব হলেও কিছু কাজ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। পরিবর্তনের জন্য সুযোগ এবং সবার সহযোগিতা জরুরি। রোগী, চিকিৎসক, প্রশাসন সব পক্ষের সচেতনতা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

 

এদিন মহাপরিচালক জরুরি বিভাগের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনশন ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

অন্যদিকে, আন্দোলনকারীরা গত পাঁচদিন ধরে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছেন। এতে বরিশাল বিভাগের ছয় জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার নথুল্লাবাদের পাশাপাশি সাগরদি পয়েন্টেও অবরোধ করা হয়, যেখানে সাগরদি কামিল মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

 

মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal