Advertise top
রাজনীতি

আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে- আন্দোলনরত শিক্ষার্থীরা

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ আগষ্ট ২০২৫, ০২:৩০ পিএম    

‘আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে’‎
স্বাস্থ্য সংস্কার আন্দোলন: সদর রোড অবরোধ। ছবি: বরিশাল নিউজ

স্বাস্থ্যখাতের সংস্কার নিয়ে ১৫ দিন ধরে চলছে ছাত্র- জনতার আন্দোলন। সেই সাথে শুরু হয়েছে ‘বরিশাল ব্লকেড কর্মসূচি।’

 

মঙ্গলবার ১২ আগস্ট বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ ছাড়া কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা নগরীর সদর রোড অবরোধ করেন।

 

শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে নগরী। যানজট, গাড়ির সংকট এবং হয়রানিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।

 

‎আন্দোলনকারীরা বলেন, “আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। এসে দাবি মেনে নিতে হবে। নয়তো আমাদের আন্দোলন থামানোর সাধ্য কারো নেই।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal