Advertise top
চিকিৎসা

শেবাচিম হাসপাতাল পরিচালকের ২০ কাজ, সংবাদ সম্মেলন কাল

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ আগষ্ট ২০২৫, ১১:১৯ পিএম    

শেবাচিম হাসপাতাল পরিচালকের ২০ কাজ, সংবাদ সম্মেলন কাল
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রি জেনারেল ডা. এ কে এম মশিউর মুনির। ছবি: বরিশাল নিউজ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা জে. খান স্বপন জানিয়েছেন, হাসপাতালের পরিচালক ব্রি জেনারেল ডা. এ কে এম মশিউর মুনির সোমবার সংবাদ সম্মেলন করবেন। হাসপাতাল মিলনায়তনে বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এদিকে ছাত্র জনতার আন্দোলনের কারনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। মিডিয়ায় পাঠানো প্রেস রিলিজে ২০টি বিষয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে একটি তালিকা পাঠান তিনি।  এসব পদক্ষেপের মধ্যে রয়েছে:

 

১। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে সকল স্বেচ্ছাসেবী ট্রলিম্যানকে বহিষ্কার করা হয়েছে। নতুন ৪৬ জন জনবল প্রাপ্তির পর বর্তমানে ট্রলি ম্যানের দায়িত্ব দেয়া হয়েছে সরকারি স্টাফদের।

২। হাসপাতালে রোগী বহনের সকল পুরাতন ট্রলি মেরামত ও নতুন করে আরো ট্রলি প্রদান করা হয়েছে।

৩। ৭টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম সকাল, বিকাল ও রাতে হাসপাতালের বহিঃ ও অনৱঃ বিভাগে মনিটরিং করেছেন।

৪। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে ১০০টি সিলিং ফ্যান লাগানোর ব্যবস্থা করা হয়েছে।

৫। হাসপাতাল সকল টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে অস্থায়ী ভাবে ৯০ জন হরিজন সমপ্রদায়ের সদস্যদের ব্যবস্থা করা হয়েছে।

৬। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নয়নের নিমিত্তে ৮টি অটোমেটিক মেশিন চলমান আছে। আরো ১২টি অটোমেটিক মেশিন আগামী সেপ্টম্বরের শেষ নাগাদ চলে আসবে।

৭। হাসপাতাল জীবানুমুক্ত রাখার জন্য ২০টি স্প্রে মেশিন আনা হয়েছে। যা চলমান আছে।

৮। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে হাসপাতালের সকল টয়লেটের দরজা ও জানালা মেরামত ও পরিবর্তনের কাজ শুরু হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এই কাজ শেষ হবে।

৯। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে নতুনভাবে আরো ১০০টি বেড ক্রয়াদেশ দেয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বেড গুলো বসানো হবে।

১০। হাসপাতালে রোগীর দালাল, বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, হকার ছদ্মবেশে হাসপাতালে প্রবেশকারীদের দেখা মাত্রই ধরে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে।

১১। বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে অবাধে প্রবেশ প্রতিহত করা হয়েছে।

১২। অভিযোগের ভিত্তিতে হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার ও একাধিক স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে গঠিত কমিটির তদন্ত কাজ চলমান রয়েছে।

১৩। হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স বসানো হয়েছে।

১৪। হাসপাতালে নষ্ট লিফট মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে।

১৫। অগ্নিনির্বাপক ব্যবস্থা আরো জোরদার করার জন্য নতুন করে আরো অগ্নিনির্বাপক যন্ত্রের চাহিদা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে  পাঠানো হয়েছে।

১৬। রোগী ও স্বজনদের সাথে ভাল ব্যবহারসহ সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল নার্সদের সতর্ক করা হয়েছে। গত ৭ আগস্ট ২০২৫ ইং তারিখ হাসপাতালের সকল নাসিং ইনচার্জ এর সাথে জরুরি সভায় এই সতর্ক বার্তা দেয়া হয়েছে।

১৭। নির্মাণাধীন ৪৬০ শয্যা বিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদ্‌রোগ চিকিৎসা কেন্দ্রের কাজ নির্মাণ দ্রুত শেষ করে হস্তান্তরের বিষয়ে গত ৭ আগস্ট ২০২৫ ইং তারিখ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে উক্ত ভবন নির্মাণকাজ শেষ হবে। একই ভাবে দ্রুততার সাথে বরিশাল শিশু হাসপাতাল চালুর প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। যা চলতি বছরের ডিসেম্বরে হস্তান্তর হওয়ার কথা।

১৮। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান, ৩য় ও ৪থ শ্রেনীর কর্মচারী এবং আউটসোসিং জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

১৯। হাসপাতালে জরুরি ভিত্তিতে টেলিথেরাপি, এমআরআইসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

২০। হাসপাতালের লিলেন পস্নান্ট আধুনিকায়ন করণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২ মাসের মধ্যে এই কাজ সম্পাদন করা হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal