Advertise top
চিকিৎসা

১২ দিন ধরে আন্দোলন চলছে, স্বাস্থ্য অধিদপ্তর নিরব

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ আগষ্ট ২০২৫, ০৮:৫৮ পিএম       

১২ দিন ধরে আন্দোলন চলছে, স্বাস্থ্য অধিদপ্তর নিরব
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি। ছবি: বরিশাল নিউজ

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও চিকিৎসা সেবার সংকটের বিরুদ্ধে বরিশালে আন্দোলন করে যাচ্ছেন ছাত্র-জনতা।

 

আন্দোলনের ১২তম দিন শুক্রবার,৮ আগস্ট বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় সকাল ১১:৩০ থেকে সড়ক অবরোধ করে বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করেছেন তারা।

 

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কের ওপরেই জুমার নামাজ আদায় করেন। নামাজে আন্দোলনকারীদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয় নাগরিকরাও অংশ নেন।


আন্দোলনকারীরা বলেন, ১২ দিন ধরে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা বা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

এই কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal