বরিশাল নিউজ
প্রকাশ : ০৬ আগষ্ট ২০২৫, ১০:২৩ পিএম
বরিশালে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা লিটন সিকদার লিটুকে খুনের ঘটনায় অভিযুক্ত মো.রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু জানিয়েছেন, গ্রেপ্তার মিল্টন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সগীর হোসেন জানান, বুধবার বিকালে নগরের পশ্চিম কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মিল্টন (৪৬) ওই এলাকার প্রয়াত শাহজাহান খানের ছেলে।
ডিবির পরিদর্শক সগীর হোসেন আরো বলেন, ৩১ জুলাই উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ী গ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুর দুই পায়ের রগ কেটে, কুপিয়ে ও ডান হাত বিচ্ছিন্ন করে পুকুরে চুবিয়ে হত্যা করা হয়। বাধা দিতে গেলে তার বোন মুন্নি ও ভাই সুমনকে কুপিয়ে আহত করা হয়।
এ ছাড়া লিটুর মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে তার ঘরে তাণ্ডব চালায় হামলাকারীরা। এ ঘটনায় করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলনেতা মিল্টন।
মহানগর এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন