বরিশাল নিউজ
প্রকাশ : ০২ আগষ্ট ২০২৫, ০৮:৪৪ পিএম আপডেট : ০২ আগষ্ট ২০২৫, ০৯:০৬ পিএম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কারের দাবি জানিয়ে সাধারণ ছাত্র- জনতার ব্যানারে আজ শনিবার নগরীতে কাফন মিছিল হয়েছে। হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে এ নিয়ে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি পালন করলেন তারা।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে দুপুরে এ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সহকারে সদর রোড অবরোধ করেন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে কাফন মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেটে যান। সেখানে হয়রানি বন্ধসহ দাবিসমূহ তুলে ধরে স্লোগান দেন।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, যন্ত্রপাতি থাকলেও সিন্ডিকেটর কারনে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখার অভিযোগ রয়েছে। এসব অব্যবস্থাপনা দূর না পযন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
হাসপাতালের জরুরি বিভাগে মিছিল সহকারে অবস্থান করাকালে হাসপাতাল কর্তৃপক্ষ আন্দোলনকর্মীদের সাথে কথা বলেন। তারা দ্রুত সময়ের মধ্যে সংকটগুলো সমাধানের চেষ্টা করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন