Advertise top
আদালত-অপরাধ

 ‘মাদকাসক্ত’ একমাত্র ছেলেকে পিটিয়ে মারার পর বাবা- মায়ের আত্মসমর্পণ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম    

 ‘মাদকাসক্ত’ একমাত্র ছেলেকে পিটিয়ে মারার পর বাবা- মায়ের আত্মসমর্পণ
নিহত হাসান গাজী। ছবি: বরিশাল নিউজ

বরিশালের ‘মাদকাসক্ত’ একমাত্র ছেলে হাসান গাজীকে পথে ফেরাতে না পেরে  কঠিনতম সিদ্ধান্ত নিলেন বাবা- মা। তারা দুজনে মিলে ছেলেকে পিটিয়ে মেরেই ফেললেন। পরে বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম থানায় গিয়ে আত্মসমর্পন করেন।

 

জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় আজ মঙ্গলবার বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

এই দম্পত্তির দুই মেয়ে আর এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। হাসান গাজীর বয়স মাত্র ২০ বছর।

 

প্রতিবেশিরা জানান, ছেলেটি মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা- মাকে মারধর করতো। আজ দুপুরেও পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে হাসান। বাবা বাধা দিলে তাকে মারধর করে সে। মা এগিয়ে গেলে তাকেও মারধর করে ছেলে। এক পর্যায়ে বাবা- মা একটি পাইপ দিয়ে ছেলেকে মারতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়।

 

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকাল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান, তারা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছেন।

 

পুলিশ লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal