বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:৩২ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
বরিশালের উজিরপুর উপজেলায় আজ রবিবার মোঃ শাহ আলম খানকে (৬৫) খুন করেছে তার একমাত্র ছেলে মোহাম্মদ শাহনেওয়াজ শিমুল। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, রবিবার দুপুরে শাহ আলম খানের বাড়ীতে এই খুনের ঘটনা ঘটে। তিনি তখন নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন।
এলাকাবাসী অভিযুক্ত ঘাতক শাহনেওয়াজ শিমুলকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করে। শিমুল মাদকাসক্ত বলে জানান তারা।
পুলিশ মোহাম্মদ শাহরিয়ার শিমুলকে গ্রেপ্তার করেছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিহত শাহ আলম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পশ্চিম কাটিয়াল পাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান খান এর ছেলে। শিমুলের মা তার প্রথম স্ত্রী।
ঘটনাস্থল থেকে এসআই তারেক আজিজ জানান, বেলা ১১ টার দিকে বাবার ছেলের মধ্যে ঝগড়া হয়। পরে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় তার বুকের উপর গলার কাছে ছুরি বসিয়ে দেয় সে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়েছে বলেন এসআই তারেক।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন