বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) কেন্দ্রীয় কমিটি, আজ শনিবার শাহবাগে সংবাদ সম্মেলন করে দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। তবে অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র্রীয় কমিটি বহাল থাকার কথা জানিয়েছেন তারা।
সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, "আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে চাঁদাবাজি দুর্নীতি বেড়ে গেছে। আমরা প্রতিজ্ঞা করেছিলাম এগুলো রুখে দেব। কিন্তু এই কমিটিগুলোতে বিভিন্ন সংগঠনের প্রভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দুর্নীতিতে লিপ্ত হয়েছেন।"
সভাপতি আরো বলেন, "কমিটি গঠনের দায়িত্বে যারা ছিলেন, তারা বিভিন্ন দল ও মতের ভিতরে চলে যান। তাদের প্রশ্রয় পেয়ে জুলাই যোদ্ধারা বিপথগামী হয়েছে। এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র্রীয় কমিটি বাদে দেশের সব কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।"
সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে নানা অপকর্ম, চাঁদাবাজি, দুর্নীতিতে লিপ্ত হওয়ান ঘটনা ঘটছে।
উল্লেখ্য ঢাকার গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় শনিবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম ও ইব্রাহীম হোসেন।
সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন