Advertise top
আদালত-অপরাধ

সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: বৈষম্যবিরোধী ৫ ছাত্র নেতা আটক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:৩৫ পিএম       

সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: বৈষম্যবিরোধী  ৫ ছাত্র নেতা আটক
সাবেক এমপি শাম্মীর বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজ ৫ নেতা আটক। ছবি: সংগৃহীত

ঢাকার গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার, ২৬ জুলাই গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের বাসা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলো: মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

 

পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এ ছাড়া অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির সময় সমন্বয়ক রিয়াদসহ পাঁচজনকে আমরা আটক করি। তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে এর আগে ১০ লাখ টাকা নিয়েছিলেন। শনিবার তারা বাকি টাকা চাইতে ওই বাসায় গিয়েছিলেন। পরে সেখান থেকে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসি।

সূত্র: ঢাকা পোস্ট


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal