Advertise top
পরিবেশ

বরিশালসহ উপকূলের ১৫ জেলায় জলোচ্ছ্বাসের সতর্কতা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম    

বরিশালসহ উপকূলের ১৫ জেলায় জলোচ্ছ্বাসের সতর্কতা
সাগর উত্তাল, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের সতর্কতা। ছবি: ফাইল ছবি।

নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

এতে দেশের ১৫ জেলায় তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানানো হয়। আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য জানানো হয়।

 

  উপকূলের যেসব জেলা প্লাবিত হতে পারে, সেগুলো হলো: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা,  চাঁদপুর,  লক্ষীপুর, নোয়াখালী, ফেনী,  চট্টগ্রাম, ও কক্সবাজার।  এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরেও এক থেকে তিন ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাস হতে পারে বলে জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

তাছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal