Advertise top
আদালত-অপরাধ

শেখ রেহেনার স্বামী ও ছেলের গাজীপুরের জমি জব্দ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম    

শেখ রেহেনার স্বামী ও ছেলের গাজীপুরের জমি জব্দ
শেখ রেহেনার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ২৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব সম্পত্তি গাজীপুর জেলায় অবস্থিত।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ জানিয়েছেন, দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো.জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

আবেদনে বলা হয়েছে, তাদের মালিকানাধীন স্থাবর সম্পদসমূহ তারা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সূত্র: বাসস


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal