Advertise top
রাজনীতি

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম    

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি‘তে নয়া পল্টন থেকে যুবদলের মিছিল। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পারছি সারা বাংলাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবোক্রেসি।

 

গণঅভ্যুত্থানকে সবচাইতে চ্যালেঞ্জ কারা করছে, কেন করছে এই প্রশ্ন তুলে সালাহউদ্দিন বলেন, এর জবাব হচ্ছে, সরকারের ‘নির্লিপ্ততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ‘ব্যর্থতা’।

 

 ‘সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি‘তে বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়বাদী যুবদল। ওই সমাবেশে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

 

সভায় সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না। পরে নয়া পল্টন থেকে মিছিল বের হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal