বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘জুলাই সনদ এর মাধ্যমে প্রতিফলিত হবে’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
একইসঙ্গে, এই সনদ প্রণয়নের প্রক্রিয়া যেন স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কমিশনের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
কমিশনের সদস্যরা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ প্রস্তুতের লক্ষ্যে ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চলছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কমিশনের সদস্যদের ‘অনন্য ভূমিকা ও প্রচেষ্টার’ জন্য শুভেচ্ছা জানান
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন