Advertise top
আদালত-অপরাধ

টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৯ পিএম    

টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের
টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই স্থগিতাদেশ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তোলপাড় শুরু হয়েছে। এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

 

হাইকোর্টে এই মামলার আসামি শাহ খসরুজ্জামানের রিটের প্রেক্ষিতে গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে।

 

এ ব্যাপারে দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানান, টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ প্রত্যাহারে আপিল করা হবে।

 

উল্লেখ্য, গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

দুদকের আইনজীবী এম এ আজিজ খানের মতে, লিখিত আদেশে পুরো মামলা নয়, শুধুমাত্র পিটিশনার হিসেবে খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধে নির্দেশনা দেয়া হতে পারে ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal