Advertise top
রাজনীতি

“মিডফোর্ডের সামনে হত্যা:  আইয়ামে জাহিলিয়াতকেও  হার মানিয়েছে”

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম    

“মিডফোর্ডের সামনে হত্যা:  আইয়ামে জাহিলিয়াতকেও  হার মানিয়েছে”
ঢাকায় সোহাগ হত্যার প্রতিবাদে চরমোনাই হুজুরদের বিক্ষোভ মিছিল। ছবি: বরিশাল নিউজ

 চরমোনাই পির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মিডফোর্ডের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যাকাণ্ডটি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন।

 

বরিশালের অশ্বিনী কুমার হলে আজ শনিবার, ১২ জুলাই,  ইসলামী যুব  আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি,টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে তেমনি এই নব্য ফ্যাসিবাদীদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ।

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, তিনি বলেন, ২৪ এর জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র ও যুবসমাজ রাজপথে তাদের রক্ত ঝরিয়েছে, তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ছাত্র ও যুবকরাই ঐক্যবদ্ধভাবে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজি মুক্ত আগামীর সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।

 

সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal