Advertise top
আদালত-অপরাধ

বরিশালে গভীর রাতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম    

বরিশালে গভীর রাতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
উজিরপুরে ট্রাক সংঘর্ষ। ছবি: বরিশাল নিউজ

বরিশালের উজিরপুরে গত রাতে পণ্যবাহী দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। উপজেলার সোনার বাংলা এলাকায় ৩০ জুলাই, সোমবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে সবুজ হাওলাদার উজিরপুরের মার্দশী গ্রামের দুলাল হোসেনের ছেলে ।সবুজ তখন রাস্তা পার হচ্ছিলেন। অন্য জন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে সোহেল (২০), সোহেল  আমবোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলস বোঝাই ট্রাক সোনার বাংলা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি আমবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল।

 

এ দুর্ঘটনায় পথচারী সবুজ হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে  প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হাওলাদারের সেখানে মৃত্যু হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal