Advertise top
বিদেশ

ট্রাম্পের সঙ্গ তর্কের জের; চাকরি ছাড়তে হলো সিএনএন সাংবাদিককে

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম    

ট্রাম্পের সঙ্গ তর্কের জের;  চাকরি ছাড়তে হলো সিএনএন সাংবাদিককে
সিএনএন সাংবাদিক জিম অ্যাকোস্টা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: অনলাইন

সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনকে কঠোর জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আলোচিত সাংবাদিক জিম অ্যাকোস্টা চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ, ওই ঘটনার পর রাত ১২টা থেকে ২টার মধ্যে ওই সাংবাদিককে চ্যানেলটি থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়।

 

জিম অ্যাকোস্টার সিএনএন ত্যাগ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা যুক্তরাষ্ট্রের মতো দেশে মূলধারার সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, মার্কিন গণমাধ্যম রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছে।

 

মঙ্গলবার ,২৩ জানুয়ারি নিজের শেষ সম্প্রচারে অ্যাকোস্টা বলেন, ‘আমি নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিথ্যার কাছে আত্মসমর্পণ কোরো না। ভয়কে জয় করো। সত্য ও আশাকে ধরে রাখো।’

 

তিনি দীর্ঘ ১৮ বছর সিএনএনে কাজ করেছেন ও বহু গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৮ সালে একটি সংবাদ সম্মেলন চলাকালে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায়। ওই ঘটনার পর হোয়াইট হাউজ অ্যাকোস্টার প্রেস পাস প্রত্যাহার করে নিয়েছিল। তবে সিএনএন আদালতে মামলা করলে ও এক ফেডারেল বিচারক তার পাস পুনর্বহাল করার নির্দেশ দেওয়ার পর তিনি আবার রিপোর্টিংয়ে ফিরে আসেন।

 

এদিকে, জিমের সিএনএন ছাড়ার ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে কটাক্ষমূলক উল্লাস করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘জিম অ্যাকোস্টা একজন বড় পরাজিত। তিনি যেখানেই যাক না কেন, ব্যর্থ হবেই। শুভ কামনা, জিম!’ ট্রাম্পের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক ও গণমাধ্যম মহলে আলোচনা শুরু হয়েছে।

 

এক বিবৃতিতে সিএনএন কর্তৃপক্ষ বলেছে, জিম অ্যাকোস্টা প্রায় দুই দশক ধরে আমাদের সঙ্গে কাজ করেছেন। তিনি সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। আমরা তার নিষ্ঠা ও প্রতিশ্রুতিবদ্ধ কাজের জন্য কৃতজ্ঞ।

 

সূত্র: দ্য ফিন্যান্সিয়াল টাইমস।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal