Advertise top
বাংলাদেশ

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের শ্রদ্ধা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১২:০১ এএম       

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস সচিবের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত প্রেস সচিব মো.নাঈমুল ইসলাম খান।

 

শুক্রবার, ১৪ জুন বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এ সময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত অন্য শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি কামনায় দোয়া করেন তিনি।

 

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এবং এম এম ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

 

এর আগে ৮ জুন রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মো. নাইমুল ইসলাম খান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal