Advertise top
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান আর নেই

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০১:১৯ পিএম    

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান  শনিবার ভোর রাতে মারা গেছেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট।

 

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।

 

অধ্যাপক জিয়া রহমান ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) সিনিয়র সদস্য ছিলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ায় দর্শকপ্রিয় হয়ে উঠেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal