Advertise top
শিক্ষা

রমজান মাসে স্কুলে ক্লাস হবে ১৫ দিন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম       

রমজান মাসে  স্কুলে  ক্লাস হবে ১৫ দিন
শিক্ষা মন্ত্রণালয় লোগো


এবারের রমজান মাসে ক্লাস হবে ১৫ দিন। ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন শেষে এই সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। 

 

উল্লেখ্য, ওই সময় পবিত্র রমজান মাস থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে। 

 

এর আগে ২০২৪ সালে দেশের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান প্রধানের তিন দিনের সংরক্ষিত ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৭১ দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal