Advertise top
বিদেশ

প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ভোট কেন্দ্র খুলবে রাশিয়া

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম       

প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ভোট কেন্দ্র খুলবে রাশিয়া

রাশিয়া আগামী মার্চে তাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের তিনটি কূটনৈতিক মিশনে ভোট কেন্দ্র খুলবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর এই দুটি দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর দেশটিতে এই নির্বাচন হতে যাচ্ছে। বুধবার ওয়াশিংটনে তাদের দূত এই কথা জানিয়েছেন। খবর এএফপির।

 

রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ দূতাবাসের প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা তিনটি ভোট কেন্দ্র খোলার পরিকল্পনা করছি। নিউইয়র্কে আমাদের দূতাবাসের পাশাপাশি নিউইয়র্ক ও হিউস্টনে আমাদের কনস্যুলেটগুলোতে এসব ভোট কেন্দ্র খোলা হচ্ছে।

 

আগামী ১৭ মার্চ রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ভ্লাদিমির পুতিনের শাসন কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনে প্রকৃতপক্ষে পুতিনকে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে না। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর দুই বছরের বেশি সময় পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।



মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal